বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা

| বুধবার , ৯ জুন, ২০২১ at ৭:২২ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের একাডেমিক কাউন্সিলের এক সভা গতকাল বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব।
সভায় উপস্থিত ছিলেন একাডেমিক কাউন্সিলের সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন প্রফেসর এ.বি.এম. আবু নোমান, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. হযরত আলী মিয়া, ইংরেজী বিভাগের অধ্যাপক প্রফেসর শ্বাশ্বতী দাশ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার, ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী অধ্যাপক রাণা করণ, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো. সরওয়ার উদ্দীন, ইংরেজী বিভাগের চেয়ারম্যান মো. খালেদ বিন চৌধুরী, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অনিন্দ্য কুমার নাথ, একাডেমিক কাউন্সিলের সদস্য সহকারী অধ্যাপক জাহেদ বিন রহিম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. সালাহউদ্দীন চৌধুরী। এছাড়া আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ.এন.এম ইউসুফ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য। সভায় পূর্ববর্তী একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত সমূহ অনুমোদিত হয় এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চূড়ান্ত ফলাফল অনুমোদন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নির্দেশিত নীতিমালা অনুযায়ী পরীক্ষা সমূহ গ্রহণ, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের নির্ধারিত মান অনুযায়ী সকল কার্যক্রম পরিচালনা করা এবং বিভিন্ন কার্যক্রম প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষে বিভিন্ন কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীর মনাই ত্রিপুরা পল্লীর ৬ পরিবারকে নিরাপদ আশ্রয়ে
পরবর্তী নিবন্ধনগরীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ বাড়াতে হবে