হাটহাজারীর একজনসহ তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত

কাতারে সড়ক দুঘর্টনা

রাউজান প্রতিনিধি | সোমবার , ২৮ মার্চ, ২০২২ at ৫:৩৫ পূর্বাহ্ণ

কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছে। কাতারের আল সামাল রোডে গত শনিবার আনুমানিক রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সকলেই সেখানে মা-বাবার সাথে বসবাস করে লেখাপড়া করতেন। নিহতদের মধ্যে একজন হাটহাজারী খন্দকিয়া গ্রামের বাসিন্দা প্রবাসী নুরুল ইসলামের পুত্র ইসরান বিন ইসলাম (২২) অন্যদুজন হচ্ছে ফেনীর জেলার ফজলুল হকের পুত্র আজহারুল হক জয় (২১) ও সিলেট এর ইকবাল আহমদের পুত্র আহমেদ সাফওয়ান (২১)।
হাটহাজারীর কাতার প্রবাসী নুরুল ইসলামের সেখানকার স্বজনরা জানিয়েছেন গত শুক্রবার বিকালে তিন বন্ধু বেড়াতে বের হয়েছিল। রাত আনুমানিক ৯টায় কাতারের আল সামাল রোডে তাদের গাড়ির চাকা ন’ষ্ট হয়ে গেলে হাইওয়ের উপর গাড়ি রেখে নষ্ট চাকা খুলছিল, এসময় একটি দ্রুতগামী গাড়ি এসে তাদের চাপা দেয়। এই ঘটনায় ঘটনাস্থলে মারা যায় একজন, অন্যদুজন মারা যায় হাসপাতালে নেওয়ার পথে।

পূর্ববর্তী নিবন্ধদুর্বল নজরদারি, রপ্তানির আড়ালে বাড়ছে অর্থপাচার
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ‘দলবদ্ধ ধর্ষণ’ মামলায় তিনজন গ্রেপ্তার