হাটহাজারীতে ৭১ লিটার চোলাইমদসহ আটক ৩

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ২৮ এপ্রিল, ২০২৩ at ৬:০০ পূর্বাহ্ণ

হাটহাজারী মডেল থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে ৭১ লিটার চোলাই মদ সহ তিন মাদক কারবারিকে আটক করেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে ফতেপুর ইউনিয়নের জোবরা ও পশ্চিম কুয়াইশ অনন্যা আবাসিক এলাকার পশ্চিমে ইট সলিং রাস্তা থেকে এসব চোলাই মদ উদ্ধার ও তিন মাদক কারবারিকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে গত বুধবার তাদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক আব্দুর রশীদ ও মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মুজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১১নং ফতেপুর ইউপির ১নং ওয়ার্ডের জোবরা জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ স্কুলের সামনে আসামী মো. মুছাকে (৫৬), দেশীয় তৈরী চোলাইমদ ও নগদ ৬ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। অপরদিকে আসামি মো. রবি সরদারকে (২৬) অনন্যা আবাসিকের পশ্চিম পাশে রাস্তার পাশ হতে ৫১ লিটার চোলাই মদসহ আটক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসদস্যদের মাঝে মমতার কৃষি ও মৎস্য উপকরণ বিতরণ
পরবর্তী নিবন্ধপুলিশ ভেরিফিকশন ছাড়াই মিলবে ড্রাইভিং লাইসেন্স