হাটহাজারীতে ৫০ লক্ষাধিক টাকার ভূমি উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২৩ জানুয়ারি, ২০২১ at ৯:৪৮ অপরাহ্ণ

হাটহাজারী বন রেঞ্জ আজ শনিবার (২৩ জানুয়ারি) অভিযান পরিচালনা করে ৫০ লক্ষাধিক টাকা মূল্যের ২ একর সরকারি জায়গা উদ্ধার করেছে।
ফটিকছড়ির শোভনছড়ির সন্দ্বীপ পাড়া এলাকায় এসব জায়গা উদ্ধার করা হয়।
জনৈক ভূমিদস্যু দীর্ঘদিন ধরে এ জায়গা অবৈধভাবে দখল করে রেখেছিল।
হাটহাজারী বন বিভাগের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী জানান, উক্ত এলাকায় এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বন বিভাগের দুই একর জায়গা অবৈধভাবে দখল করে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি অবহিত হয়ে আজ শনিবার অভিযান পরিচালনা করে কথিত ব্যক্তির অবৈধ দখলে রাখা জমি উদ্ধার করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী রেঞ্জের স্টেশন কর্মকর্তা মোঃফজলুল কাদের চৌধুরী, বিট কর্মকর্তা রাফি উল্ল্যাহ, ডিপো কর্মকর্তা খন্দকার মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধযাত্রামোহনের বাড়ির নিয়ন্ত্রণ জেলা প্রশাসনের কাছে
পরবর্তী নিবন্ধকাউন্সিলর প্রার্থী জহুরুল আলম জসিমের গণসংযোগ