হাটহাজারীতে বিদেশি মদ, ফেন্সিডিল এবং গাঁজাসহ মো. নেজাম উদ্দিন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গত শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে চট্টগ্রাম–ফটিকছড়ি মহাসড়কের হাটহাজারী অংশ থেকে তাকে আটক করা হয়। গতকাল শনিবার দুপুরের দিকে র্যাব–৭ বিষয়টি নিশ্চিত করে। আটক মো. নেজাম উদ্দিন ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের সিরাজুল ইসলামের পুত্র।
জানা যায়, র্যাব–৭ সিপিপি ২ হাটহাজারী ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি পিকআপযোগে মাদকদ্রব্যের একটি চালান চট্টগ্রাম থেকে ফটিকছড়ি এলাকায় যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল হাটহাজারী থানাধীন চট্টগ্রাম–খাগড়াছড়ি মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় একটি সন্দেহজনক পিকআপকে থামানোর সংকেত দিলে পিকআপ থেকে ১ ব্যক্তি নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করে। পরে পিকআপ থেকে আসামির দেখানো ও শনাক্ত মতে ২টি প্লাস্টিকের বস্তা এবং ১টি সাদা কার্টুনের ভিতর থেকে ৮৭ বোতল বিদেশি মদ, ১৪৪ বোতল ফেনসিডিল এবং ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। আটক আসামি র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে ক্রয় করে পরবর্তীতে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিল। পরে গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।
হাটহাজারী মডেল থানার ওসি মো. রুহুল আমিন সবুজ জানান, আটককৃতকে গতকাল শনিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।