হাটহাজারীতে শ্যামা পূজায় প্রতিবাদী কর্মসূচি

সম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ৫ নভেম্বর, ২০২১ at ৯:৪৯ পূর্বাহ্ণ

হাটহাজারীর বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার শ্যামা পূজা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর প্রত্যয়ে শ্যামা পূজায় মুখে কালো কাপড় বেধে বিভিন্ন সংগঠনের ব্যানার নিয়ে মৌন প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলার আওতাধীন উত্তর ফতেয়াবাদ নন্দীরহাট শ্রী শ্রী নিস্তারিনী কালী মন্দির চত্বরে মৌন কর্মসূচি পালন উপলক্ষে বিভিন্ন সংগঠন ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদী কর্মসূচিতে অংশ গ্রহন করেন। সন্ধ্যা ৬ টা থেকে ৬টা ১৫ মিনিট পর্যন্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রনব সাহা বাবলু, মৃনাল কান্তি সূত্রধর, কল্যাণময় রাহা (কেশব), রাজিব চৌধুরী শম্ভু, স্বরুপ নন্দী, আশীষ বরন রাহা, বিপ্লব রক্ষিত ও রাজিব চৌধুরী রাজু, নির্মল কান্তি দেব, পংকজ সাহা টিটু, মোহন লাল সরকার, সুধীর দে, বিপ্লব কুমার চৌধুরী, পিযুষ চৌধুরী অভি, সৈকত দে, ফালগুন দাশ, জনি পালিত, শ্যামল পালিত, সুদর্শন পাশ, দুদুল কান্তি সেন, নবকুমার গুপ্ত লালু, প্রকৌলশলী প্রদীপ সাহা চপল, অসিম সাহা, মনোজ কান্তি দে, সুব্রত বিকাশ চৌধুরী জনার্দন ভট্রচার্য ও সঞ্জয় নাগ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ৩৭ নং ওয়ার্ড কালী মন্দিরে শ্যামা পূজা
পরবর্তী নিবন্ধচবির দুই উপ-ইউনিটের পরীক্ষা আজ