হাটহাজারীতে শিক্ষক সমিতির মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ৫ জুন, ২০২৩ at ৬:১৪ পূর্বাহ্ণ

মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে আগামী ১১ জুন থেকে অবিরাম ধর্মঘট সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন শিক্ষক সমিতি হাটহাজারী উপজেলার নেতৃবৃন্দ। গত শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বাংলাদেশ জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপির সাথে সংগঠনের নেতৃবৃন্দ মতবিনিময় করেন ও তাদের ন্যায্য ও যৌক্তিক দাবি তুলে ধরে স্মারকলিপি প্রদান করেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম, থানার অফিসার ইনচার্জ মো. আমির হোসেন, শিক্ষক সমিতি (বিটিএ) উত্তর জেলার সভাপতি রণজিৎ কুমার নাথ, শিক্ষক সংগ্রাম কমিটির আহবায়ক শিমুল কান্তি মহাজন, শিক্ষক সমিতি উপজেলা সভাপতি ফিরোজ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মাকসুদুল করিম, মো. চাঁন মিয়া, মো. গিয়াসউদ্দিন, জহরলাল দেব নাথ, মো. শফিউল আলম, মো. শহীদুল ইসলাম, মো. মহিমউদ্দীন, সেলিম উদ্দীন, মো. জামাল,মো. সরোয়ার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধটিআইসিতে নজরুল জন্মজয়ন্তী আজ
পরবর্তী নিবন্ধদায়িত্ব পাবার ২৪ ঘন্টার মধ্যেই অসুস্থ মুফতি খলীল আহমদ