নগরীর পাঁচলাইশ থানাধীন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে হাটহাজারী থানার ফরহাদাবাদ ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতররা হলো মো. জমির উদ্দিন রুপু (২৪) ও মো. জুয়েলকে (১৯)। পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন মজুমদার বলেন, গত ৭ জুলাই বিকেলে চমেক হাসপাতাল ব্লাড ব্যাংকের সামনে থেকে নুরুন্নবী আলম নামে এক যুবকের মোটরসাইকেল চুরি হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় হাটহাজারী থানার ফরহাদাবাদ ইউনিয়নে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোরাই মোটরসাইকেল চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।











