হাটহাজারীতে মাদক ব্যবসায়ী আটক

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ২৫ নভেম্বর, ২০২২ at ৯:১৫ পূর্বাহ্ণ

হাটহাজারী মির্জাপুর ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে মো. আব্দুস সালাম (৫৫) নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্ততার করেছে থানা পুলিশ।

গত বুধবার দিবাগত রাতে উক্ত ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মুহুরীরহাট বটতল সংলগ্ন বাচা মিয়া সওদাগরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আব্দুস সালাম উক্ত এলাকার মৃত আব্দুস সামাদুল প্রকাশ তমজু মিয়ার পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক ইরফান উদ্দিন রাজীব। তিনি জানান, গ্রেপ্তারকৃত আব্দুস সালাম মির্জাপুর ইউনিয়নের মুহুরীরহাট বটতল সংলগ্ন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ সে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমীন সবুজ জানান, আব্দুস সালাম চিহ্নিত মাদক ব্যবসায়ী।
বুধবার দিবাগত রাতে তাকে বিশেষ অভিযান পরিচালনা করে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদূরের দুরবিনে
পরবর্তী নিবন্ধইসকন মন্দিরে দানবাক্স ভেঙে চুরি