হাটহাজারীতে মহিলাদের কারাতে প্রশিক্ষন ক্যাম্পের মত বিনিময় সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম, বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মো. জাফর। মফিজুল ইসলাম খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে কারাতে প্রশিক্ষণার্থী ও তাদের অভিভাবকগন উপস্থিত ছিলেন।