হাটহাজারীতে মন্দিরে চুরি

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ আগস্ট, ২০২২ at ৬:২২ পূর্বাহ্ণ

হাটহাজারীর প্রাচীনতম ভগবান গোস্বামীর আশ্রমে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে । মন্দিরের সেবায়েতের ঘরের দরজা বাইরের থেকে বন্ধ করে দিয়ে এই চুরি সংগঠিত হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পূর্ব ধলই ৫ নং ওয়ার্ডের নাথপাড়ায় এ মন্দিরে এ চুরির ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে থানা পুলিশ গতকাল বুধবার দুই দফা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মন্দিরে চুরির ঘটনায় থানার মামলার প্রক্রিয়া চলছে।
জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে প্রতিদিনের মত মন্দিরের সেবায়েত গেইটে তালা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। রাতে সেবায়েতের ঘর বাইর থেকে বন্ধ করে দিয়ে বিগ্রহ রাখা মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরের দল স্বর্ণালংকার, ২২টি পিতলের মূর্তি চুরি করে নিয়ে যায়। সকালে মন্দির খুলতে গেলে চুরির ঘটনা নিশ্চিত হয়। পরে মন্দির পরিচালনা কমিটির সদস্য লিটন কান্তি দেবনাথ ৯৯৯ নম্বর ফোন করলে সকালে এক দফা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে দুপুরে আরেক দফা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় মন্দির কমিটির পক্ষ মামলা করা হবে মন্দির কমিটির এই সদস্য জানান। ২ নং ধলই ইউনিয়নের ৫ ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দীন বলেন, মন্দির চুরির সংবাদ শুনে পুলিশসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি।

পূর্ববর্তী নিবন্ধসন্তানের পিতৃ পরিচয় চায় বাঁশখালীর উম্মে ছিদ্দিকা
পরবর্তী নিবন্ধ‘মায়ের দেয়া বাসায় তৈরি টিফিন খাবো’