হাটহাজারীতে ভাসমান দোকান ও স্থাপনা উচ্ছেদ

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ৫ এপ্রিল, ২০২২ at ৬:৫৬ পূর্বাহ্ণ

হাটহাজারী পৌরসদরস্থ কাচারী সড়কে যানজট নিরসনে ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠা ভাসমান দোকান ও স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌরসভা প্রশাসন।গতকাল সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, ত্রিবেনী মোড় থেকে কৃষি গবেষণা কেন্দ্রের সড়ক পর্যন্ত ফুটপাত দখল করে ভাসমান দোকান বসিয়ে দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছিল কিছু ব্যবসায়ী।এইসব ভাসমান দোকানের কারণে নিত্যদিনে যানযট ও সাধারণ জনগনের চলাচলের বাঁধাগ্রস্ত হওয়ার কারণে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা কালে ইউএনও ও পৌর প্রশাসক মো.শাহিদুল আলম বলেন, পৌরসভার পক্ষ থেকে বলার পর তারা কর্ণপাত না করে নির্বিঘ্নে ফুটপাতে ব্যবসা পরিচালনা করছে তাই অভিযান পরিচালনা করে অবৈধভাবে গড়ে উঠা অবৈধ ভাসামান দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।এসময় শামসুল ইসলাম, মো.তৈয়ব, মো. মনোয়ার হোসেন, পুলিশ বাহিনীসহ অভিযানে সহযোগিতা করেন।এছাড়াও ছিপাতলী ইউনিয়নের বোয়ালিয়ামুখ এলাকার বাজার মনিটরিং করা হয়। এসময় ব্যাবসায়ীদের সতর্ক করা দেন ভ্রাম্যমান আদালত।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে শুরু হলো বৈসাবির আনুষ্ঠানিকতা
পরবর্তী নিবন্ধআবারও রোগীশূন্য দিনে চট্টগ্রাম