হাটহাজারী উপজেলা প্রশাসন গত শনিবার রাতে হাটহাজারী পৌরসভা ও ইছাপুর বাজারে বিদ্যুৎ সাশ্রয়ী অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম ও সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান এই অভিযান পরিচালনা করেন।
ইউএনও জানান, বিদ্যুৎ সাশ্রয়ে সরকার নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট বন্ধ না করায় গতকাল শনিবার রাতে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে।
এতে ৯টি মামলায় মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হাটহাজারীর ইছাপুর বাজার, বাসস্ট্যান্ড ও এ সংলগ্ন এলাকায় রাত ৮টার পরপর অভিযানে নেমে সরকারি নির্দেশনা অমান্যকারীদের জরিমানা করে সতর্ক করা হয়। সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করা হয়।