হাটহাজারীতে বন্য শূকরের আক্রমণে আহত ৭

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ২ অক্টোবর, ২০২৩ at ৪:৪৮ পূর্বাহ্ণ

হাটহাজারীর ধলই ইউনিয়নের পশ্চিম ধলই গ্রামে বন্য শুকরের আক্রমণে অন্তত সাতজন আহত হয়েছে। গতকাল রোববার স্থানীয় মনু চৌকিদারের বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের দুজনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রামের ফৌজদারহাট বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। ধলই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য খোকন চৌধুরী জানান, গতকাল রোববার ইউনিয়নের পশ্চিমের পাহাড়ি এলাকা থেকে একটি বন্যা শুকর হঠাৎ নেমে এসে এলোপাতাড়ি লোকজনকে আক্রমণ করে। শুকরের আক্রমণে ইউনিয়নের মনু চৌকিদারের বাড়ি এলাকায় সাতজন আহত হয়েছে। আহতদের তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপর চারজনকে ফৌজদার হাট বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা জন্য নেওয়া হলে মো. আবুল হাসেম (৫৫) ও মো. রুবেলকে (১৮) প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও মো. বাবলু (৩০) ও মো. হনিফকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসাধীন রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমনসুর নাদিমের ‘মনামের বৈঠকখানা’
পরবর্তী নিবন্ধরাউজানে টেক্সি উল্টে আহত চালকের মৃত্যু