হাটহাজারীতে ফুটপাত দখলমুক্ত ও জরিমানা

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২২ at ১১:০৭ পূর্বাহ্ণ

হাটহাজারী পৌরসদরস্থ কামাল পাড়া সড়কের উপর ভাসমান দোকান ও গাড়ি পার্কিংসহ অবৈধ ভাবে গড়ে উঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পৌরসভা প্রশাসন। গতকাল শনিবার উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফুটপাত দখল করে দোকান গড়ে তোলার কারণে পাখির দোকানীকে ২হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও দোকানের সামনে ফুটপাত দখল করে পণ্য রাখায় দায়ে দোকানের মালিকদের সতর্ক ও সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করা হয়।অভিযান পরিচালনাকারী ইউএনও মো.শাহিদুল আলম জানান, ফুটপাত দখল করে ভাসমান দোকান ও অবৈধ মালামাল রেখে জনগনের চলাচল পথ বিঘ্ন ঘটানোর কারণে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।এ সময় এম এ মন্নান, জাহিদুল ইসলাম, মো. নাসির উদ্দীন, মনোয়ার হোসেন অভিযানে সহযোগিতা করেন।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে ভ্রাম্যমাণ টিকাদান কার্যক্রম উদ্বোধন
পরবর্তী নিবন্ধর‌্যাংকস মোটরসের বর্ষাকালীন সার্ভিস উৎসবের উদ্বোধন