হাটহাজারীতে প্রবারণা পূর্ণিমা গত বৃহস্পতিবার উদযাপন করা হয়েছে। ভিক্ষু সংঘের তিনমাস ব্যাপী বর্ষাব্রত অধিষ্টান ও গৃহী সংঘের উপসৎশীল গ্রহণ পর্ববের সমাপ্তি অনুষ্ঠান প্রবারণা পূর্ণিমা তথা আশ্বিনী পূর্ণিমা উপজেলার আওতাধীন ১৩টি বৌদ্ধ মন্দিরে সরকারের স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সকাল থেকে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। এ উপলক্ষে মিরেরখীল চন্দ্রপুর বেণুবন বিহারে আলোচনা সভা , গুণীজন সম্মাননা ও ফানুস উড়ানো উৎসবের আয়োজন করা হয়। বিহার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিহারাধ্যক্ষ সংঘমিত্র ভিক্ষু। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ, প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, থানার ওসি মাসুদ আলম, হাটহাজারী সদর ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী আজম, পৌরসভার সহায়ক কমিটির সদস্য আজম উদ্দিন, সালাউদ্দিন মানিক, হাটহাজারী বৌদ্ধ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া। বিহার পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার পিম্পু বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দিলীপ বড়ুয়া, ব্যাংকার প্রদীপ বড়ুয়া। সভায় সরকারের জিআর তহবিল থেকে প্রাপ্ত অনুদানের অর্থ প্রত্যেক বৌদ্ধ মন্দিরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও ।