সামগ্রিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি

বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

| মঙ্গলবার , ৬ অক্টোবর, ২০২০ at ১০:৩৭ পূর্বাহ্ণ

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার সকালে চট্টগ্রাম মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউনেস্কো ঘোষিত ‘সংকটে নেতৃত্বদাতা, ভবিষ্যতে রূপদর্শী শিক্ষক’ মূল প্রতিপাদ্য সামনে রেখে বক্তারা বলেন, শিক্ষকরা যুগে যুগে যে কোনো সংকটে নেতৃত্ব দিয়েছেন, কারণ জাতিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে শিক্ষার কোনো বিকল্প নেই। কিন্তু বৈশ্বিক করোনা সংকটকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বিপর্যস্ত। কিন্তু শিক্ষার রূপান্তরে ৯৫ ভাগ দায়িত্ব পালন করে তারাই। সেই বেসরকারি শিক্ষকরা আজ অবহেলিত ও বঞ্চিত। তারা বৈষম্যের শিকার। বক্তারা মান সম্পন্ন শিক্ষা এবং শিক্ষার ডিজিটাল রূপান্তরে শিক্ষা ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূরীকরণে মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণা দাবি করেন। বাকশিস চট্টগ্রাম জেলা শাখা সভাপতি অধ্যক্ষ দবির উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বাকশিস কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের চৌধুরী। বক্তব্য রাখেন অধাপক আবু জাফর সিদ্দিকী, অধ্যাপক সুকুমার দত্ত, অধ্যাপক শিব প্রসাদ, অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী, অধ্যাপক সুজিত কুমার দাশ, অধ্যাপক ইউনুস মিয়া প্রমুখ। এর আগে শিক্ষা জাতীয়করণের দাবিতে একটি র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ সম্মুখে এসে শেষ হয়।
আদর্শ শিক্ষক ফেডারেশন : বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে ভার্চুয়ালি এক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফেডারেশনের উত্তর জেলার সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ নুরনবী। প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক আহছানুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আমিরুজ্জামা। বক্তব্য রাখেন শিক্ষক নেতা অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, অধ্যাপক আবদুল মালেক, অধ্যাপক সেলিম উদ্দিন চৌধুরী, মাওলানা শওকত হোসেন, আইয়ুব আলী, রেদোয়ান শাহ প্রমুখ। এতে বক্তারা বলেন, শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। শিক্ষাঙ্গনে নৈরাজ্য ও সন্ত্রাস দূর করতে হবে। সরকারের লালিত সংগঠনের নেতাকর্মীদের লালসা শিকার থেকে নারী ও ছাত্রীদের নিরাপত্তা দিতে হিবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবু বু ওয়ার্ল্ডে অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে প্রবারণা পূর্ণিমা উদযাপিত