হাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২ জানুয়ারি, ২০২২ at ১০:৫২ পূর্বাহ্ণ

হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে মোছাম্মদ সুফিয়া নামে আড়াই বছর বয়সী এক শিশু মারা গেছে। গতকাল শনিবার দুপুরে গড়দুয়ারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। সে উক্ত এলাকার ওমর আলী তালুকদার বাড়ির মো. আলমগীরের মেয়ে। জানা যায়, শিশুটি তার পরিবারের সদস্যদের অজান্তে ঘরের বাহিরে খেলতে যায়। এক পর্যায়ে সুফিয়াকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। এ সময় তার সাড়ে তিন বছর বয়সী এক চাচাত ভাই সাইফুদ্দিন ঘরের সামনে পুকুরে সুফিয়াকে পড়ে যেতে দেখেছে বলে পরিবারকে ইশারায় জানায়। এরপর সুফিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে হাটহাজারী সদরের একটি প্রাইভেট হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু সুফিয়াকে মৃত বলে ঘোষণা করেন।
১ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য মো. নাজিম উদ্দীন পুকুরে পড়ে শিশু সুফিয়ার মৃত্যু হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধকেঁচো সারে বিষমুক্ত ফসল
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলায় মুখরিত শিল্পকলা