হাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১৫ মার্চ, ২০২৩ at ১০:৩২ পূর্বাহ্ণ

হাটহাজারীতে পুকুরে ডুবে আরফিন হোসেন ইলমা () নামে এক শিশু মারা গেছে। গতকাল মঙ্গলবার উপজেলার উত্তর মাদার্শার সৈয়দ বাড়িতে এই ঘটনা ঘটে। সে স্থানীয় সাজ্জাদ হোসেন লাভলুর মেয়ে।

জানা যায়, গতকাল ইলমা ও নাঈমা নামে দুইটি শিশু এই এলাকার পুকুর সংলগ্ন এলাকায় খেলতে গিয়ে অসাবধানতা বসত পুকুরের পানিতে পড়ে যায়। শিশুদের অভিভাবকেরা অনেক খোজাখুঁজি পর ইলমার মা রিপনা শিশুদ্বয়কে পানিতে ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় শিশুদের উদ্ধার করে। ততক্ষণে ইলমা মারা গেছে। পুকুরে পড়ে যাওয়া আর এক শিশু স্‌হানীয় আবুল কাসেমের কন্যা নঈমা আকতারকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ আছেন।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি শুরু করলে একজনকে ভাসতে দেখা যায় পুকুরে। পরে তাদের দুইজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত ঘোষণা করেন। আরেকজন এখন সুস্থ আছে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি ভোট আসলে লাফালাফি করে, বড় বড় কথা বলে : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধভেজাল ওষুধ উৎপাদনকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি সুজনের