চট্টগ্রাম র্যাব–৭ সিপিসি–২ হাটহাজারী ক্যাম্পের সহযোগিতায় পিক আপ বোঝাই সেগুন কাঠসহ আবু তালেব জুয়েল (২০) নামে এক ব্যাক্তিকে আটক করেছে স্থানীয় বন বিভাগ। আটকব্যক্তি রাউজান উপজেলা ৭নং ওয়ার্ড শাহনগর এলাকার (ইউপি) মাগান হাজির বাড়ির বদিউল আলমের পুত্র। গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাউজান উপজেলার দক্ষিন ধলই নগর এলাকার ৩৪নং দক্ষিন ধলই নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে র্যাব–৭ সিপিসি–২ হাটহাজারী সহযোগিতায় ট্রাক বোঝাই ৪শত পিস (আনুমানিক ১২৫. ৯৬ঘনফুট) এ কাঠ গুলো জব্দ করা হয় বলে রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানান। তিনি আরো জানান,এ সময় ১ জনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিকে আাদালতে প্রেরণ করা হয় এবং গাড়িসহ জব্দকৃত কাঠ বিট কাম চেক স্টেশন হাটহাজারীতে হেফাজতে রাখা হয়েছে।যার আনুমানিক মুল্য ২লক্ষ টাকা।