হাটহাজারীতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:১৭ পূর্বাহ্ণ

হাটহাজারীর ১নং ফরহাদাবাদ ইউনিয়নের ছোট কাঞ্চনপুর এলাকায় অবৈধভাবে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করা হয়।

হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান বলেন, গভীর জঙ্গলের পাহাড়গুলোতে এ ধরনের অবৈধভাবে মাটিকাটা হয় বলে অভিযোগ পাওয়া যায়। যেহেতু এই এলাকাগুলোতে সরাসরি গাড়ি নিয়ে যাওয়ার সুযোগ থাকে না। তাই গাড়ি একটি নির্দিষ্ট জায়গায় রেখে পায়ে হেঁটে এই গভীর জঙ্গলের পাহাড়ে অভিযান পরিচালনা করা হয়।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, এই চক্রের সদস্যরা বিভিন্ন স্থানে অবস্থান করে। যখনই তারা প্রশাসন বা পুলিশের গাড়ি দেখে তখনই তারা মোবাইলের মাধ্যমে সকলকেই অবহিত করে। মাটি ভর্তি গাড়ি রেখেই ড্রাইভার পালিয়ে যায়। পরবর্তীতে মালিক ও ড্রাইভারকে সেই স্থানে ডেকে আনা হয়। তারা ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড করবে না মর্মে অঙ্গীকার করেন।

পূর্ববর্তী নিবন্ধশিশির থেকে শবনম
পরবর্তী নিবন্ধপোর্ট্রেটের পারফর্মিং আর্টস শীর্ষক কর্মশালা