হাটহাজারীতে পাগলা কুকুরের কামড়ে দুই দিনে নারী ও শিশুসহ ২৭ জন আহত হয়েছেন। পৌরসভার আলীপুর, দেওয়াননগর ও ১১ নং ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামে এই ঘটনা ঘটেছে। আহতদের স্বজনেরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরন করা হয়। গত মঙ্গলবার ও বুধবার উপজেলার আওতাধীন পৌরসভার আলীপুর, দেওয়াননগর ও ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামে হঠাৎ পাগলা কুকুর এসে এলোপাতাড়ি লোকজনকে কামড়ায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানিয়া আক্তার বিল্লাহ পাগলা কুকুরের কামড়ে আহতদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে অনেক প্রেরণ করা হয়েছে বলে জানান। আহতরা হলেন কানিজ ফাতেমা (১০), আনোয়ার (৫৮), জুয়েল (২২), রাশেদা (৩০), ফরহাদ (২৫) এবং শরীফ হোসেন (২০)। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রিফায়াত আরা পপি জানান, প্রাথমিক চিকিৎসা প্রদানের পাশাপাশি তাদেরকে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন দেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা গতকাল বৃহস্পতিবার পাগলা কুকুরের কামড়ে ২৭ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছেন।