হাটহাজারীতে বেগম রোকেয়া দিবস, নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও জয়িতা সংবর্ধনা গত শুক্রবার অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয় দপ্তর এ উপলক্ষে আলোচনা সভা, প্রশিক্ষণার্থীদের মধ্যে চেক বিতরণ ও জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম জিন্নাত সুলতানার সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী, উপজেলা মহিলা সংস্থার সভাপতি শারমিন ইকবাল রিজভী।
সভায় জয়িতাদের পক্ষে বক্তব্য রাখেন বিবি ফাতেমা শিল্পী। সংবর্ধিত জয়িতারা হলেন শিমু আকতার, জান্নাতুল মাওয়া, মাহামুদুর নাহার, লাকী আকতার, বিবি ফাতেমা শিল্পী।












