নারী প্রগতি সংঘের বিভাগীয় সম্মেলন আজ থেকে শুরু

| রবিবার , ১১ ডিসেম্বর, ২০২২ at ৮:৩৪ পূর্বাহ্ণ

বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) আয়োজনে আজ থেকে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী ‘যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার’ (এসআরএইচআর) বিষয়ক কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। কনফারেন্সের উদ্বোধন করবেন একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. অনুপম সেন। কনফারেন্স উপলক্ষে এক অবহিতকরণ সভা বিএনপিএস চট্টগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্প ব্যবস্থাপক সঞ্জয় মজুমদার এবং চট্টগ্রাম কেন্দ্র ব্যবস্থাপক ফেরদৌস আহমদ ‘আমাদের জীবন আমাদের স্বাস্থ্য আমাদের ভবিষ্যৎ’ শীর্ষক প্রকল্প কার্যক্রম বিস্তারিত তুলে ধরেন। এতে উপস্থিত ছিলেন বান্দরবান জেলায় প্রকল্পের মাস্টার ট্রেইনার সুমিত বণিক এবং রাঙামাটির মাস্টার ট্রেইনার রিমি চাকমা। দুই দিনব্যাপী কনফারেন্স শুরু হবে আজ সকালে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‌্যালির মধ্য দিয়ে। এরপর সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে থাকছে প্রকল্প পরিচিতি। দুটি সেশন হবে– ‘কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা’ ও ‘ট্রাইবাল হেলথ প্লান’ বিষয়ে। প্রথমদিনের আয়োজনের মধ্যে আছে তিন পার্বত্য জেলার কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। কনফারেন্সের দ্বিতীয় দিনে কাল প্রথম অধিবেশন ‘মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা’ এবং দ্বিতীয় অধিবেশন ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ’ বিষয়ে অনুষ্ঠিত হবে। সবশেষে সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে কনফারেন্স শেষ হবে। কনফারন্সে উপলক্ষে শিল্পকলা প্রাঙ্গণে ১০টি স্টলে তিন পার্বত্য জেলার উন্নয়ন সংগঠনগুলো প্রকল্প বিষয়ে বাস্তবায়িত কার্যক্রম উপস্থাপন করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে পাঁচ জয়িতা সংবর্ধিত
পরবর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের বিজয় মেলা বিভিন্ন উপ- পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময়