হাটহাজারীতে দুই বিদ্যুৎ কর্মী আহত

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ৬ এপ্রিল, ২০২১ at ১২:১৬ অপরাহ্ণ

হাটহাজারীর ফতেপুর ইউনিয়নে দুই বিদ্যুৎ কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে ফতেপুরে দমকা বাতাস বইছিল। এ সময় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করে দেয়া হয়। পরে কয়েকটি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন হলে তা মেরামত করতে যান লাইনম্যান আবদুস সালাম ও গাড়ি চালক আবদুর রশীদ। সেসময় এক ব্যক্তির হামলার শিকার হন তারা। বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের নির্বাহ প্রকৌশলী বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসবুজ তারুণ্যের আবৃত্তি গানসহ নানা আয়োজন
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে আগুনে পুড়েছে ৩ বসতঘর