হাটহাজারীতে তাণ্ডবের ঘটনায় আরো এক হেফাজত নেতা গ্রেফতার

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৭ মে, ২০২১ at ৯:৩৪ অপরাহ্ণ

হাটহাজারীতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তাণ্ডবের ঘটনায় আমিনুল ইসলাম নামে আরো এক হেফাজত নেতাকে পুলিশ গ্রেফতার করেছে।
তিনি হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখার দাওয়া বিষয়ক সম্পাদক।
ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের তার এক আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে গতকাল বুধবার দিবাগত রাতে গ্রেফতার করা হয়।
ঘটনার পর তিনি তার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করেন।
এই হেফাজত নেতাকে গ্রেফতারের বিষয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এসপি এস এম রশিদুল হক।
প্রসঙ্গত, গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতা করে হাটহাজারীতে পরিচালিত তাণ্ডবে থানা, সদর তহশীল অফিস, সহকারী কমিশন ভূমি অফিস, ডাকবাংলো ভাঙচুর করা হয়। তাছাড়া হাটহাজারী-নাজিরহাট মহাসড়কে দেওয়াল তুলে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে গত ৩০ মার্চ দু’টি এবং এক মাস পর ২২ এপ্রিল তিনটি মামলা দায়ের করা হয়।
মামলায় ১শ’ ৪৮ জনের নাম সহ প্রায় ৩/৪ হাজার অজ্ঞাতনামা ব্যাক্তিকে আসামি করা হয়।
হাটহাজারীতে তাণ্ডবের ঘটনায় ইন্ধনদাতা হিসাবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধকাল আজ কাল
পরবর্তী নিবন্ধফাইজারের টিকা আসছে ৩০ মে