হাটহাজারীতে টিসিবি ডিলারের লাইসেন্স বাতিলের সুপারিশ

নিম্নমানের চা পাতা বিক্রি

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ এপ্রিল, ২০২১ at ৮:১৫ পূর্বাহ্ণ

হাটহাজারীতে টিসিবি পণ্যের সাথে নিম্ন মানের চা পাতা বিক্রির অভিযোগে এক ডিলারের লাইসেন্স বাতিলের সুপারিশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। গতকাল বুধবার গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
জানা যায়, উপজেলায় ন্যায্য মূল্যে চিনি, ডাল, সয়াবিন তেল, পেঁয়াজ ও ছোলা বিক্রি করছে টিসিবি। কিন্তু অতিরিক্ত মুনাফার আশায় ওই ডিলার উল্লেখিত পণ্য ছাড়াও চা পাতা প্যাকেজ হিসাবে বিক্রি করছেন। গতকাল সন্ধ্যায় এক ভুক্তভোগী ক্রেতা এ ব্যাপারে অভিযোগ করলে বিষয়টির সত্যতা পান ইউএনও। তিনি তাৎক্ষণিকভাবে টিসিবি কর্তৃপক্ষের অফিস প্রধান জামাল উদ্দিনকে বিষয়টি অবহিত করেন। ইউএনও বলেন, ওই ডিলারের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে ৬ চোরকে গণধোলাই
পরবর্তী নিবন্ধনানুপুর ঢালকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন