হাটহাজারী থানার অন্তর্গত ফতেহপুর দুই নাম্বর ওয়ার্ডের জোবরা দুই নাম্বর রাস্তার বেহাল অবস্থা। এ রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করে, এর মধ্যে রয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় সহ মাদ্রাসার শিক্ষার্থী, দোকানপাটের ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা।
তা ছাড়া রাস্তাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত হওয়ায় শিক্ষক কর্মচারীসহ অসংখ্য ছাত্রছাত্রী যাতায়াত করে। কিন্তু রাস্তাটি পাকা হওয়ার সত্ত্বেও বিভিন্ন কারণে বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। যার কারণে গত দুই বছরেরও বেশি সময় ধরে বর্ষার সময় পানি জমে চলাচলের অনুপযোগী হওয়ায় পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। হাটহাজারী উপজেলা প্রশাসন রাস্তা মেরামতের আশ্বাস দিলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই জনসাধারণের চলাচলের সুবিধার্থে অতিদ্রুত রাস্তার ভাঙা অংশ মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ইসমাইল হোসেন
শিক্ষার্থী,
হাটহাজারী সরকারি কলেজ।