হাটহাজারীতে জিপসহ কাঠ জব্দ

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ৫ জানুয়ারি, ২০২২ at ৫:৫৮ অপরাহ্ণ

হাটহাজারী বন রেঞ্জের অধীনে নাজিরহাটে শোভনছড়ি চুরকারহাট বাজার এলাকা হতে অবৈধভাবে পাচারের সময় চাঁদের গাড়ি (জিপ) সহ ২৭ টুকরা ৪৬ ঘনফুট সেগুন গোল কাঠ জব্দ করে স্থানীয় বন বিভাগ। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা।

গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে সহঃ বন সংরক্ষক মোস্তফা আল হোসাইনের নেতৃত্বে রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী রেঞ্জের অধীনে নাজিরহাট শোভনছড়ি বিট এলাকার চুরকারহাট বাজার এলাকা হতে অবৈধভাবে পাচারের সময় ২৭ টুকরা ৪৬ ঘনফুট সেগুন গোল কাঠ সহ একটি চাঁদের গাড়ি আটক করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা। আটককৃত কাঠ নাজিরহাট রেঞ্জ ডিপোতে বুঝিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন এবং অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

এই অভিযানে শোভনছড়ি বিট অফিসার খন্দকার মনিরুল ইসলাম, অফিস সহঃ আশু দাশ, এফজি হাসমত আলী, এফজি আমির হোসেন সহযোগিতা করেন।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি’র মানববন্ধন পণ্ড, আটক ৪৪
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ১০ রাউন্ড কার্তুজসহ কিশোর গ্রেপ্তার