হাটহাজারীর মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্র গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি সিএনজিচালিত অটোরিক্সা, ১শ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। কাপ্তাই রাস্তার মাথা থেকে দুপুর ১২টার দিকে চট্টগ্রামহামী সিএনজি অটোরিক্সায় অভিযান পরিচালনা করে চোলাই মদসহ কারবারিকে আটক করে। অভিযান পরিচালনাকারী তদন্ত কেন্দ্রর উপ–পরিদর্শক সুমন হোসেন জানান, তিনি এবং তদন্ত কেন্দ্রের উপ–পরিদর্শক আলমগীর হোসেন সংগীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই রাস্তার মাথায় চট্টগ্রামগামী সিএনজি অটোরিক্সায় অভিযান পরিচালনা করে ১শ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারিকে আটক করেন। আটককৃতরা হলেন– মো. নসের (৪৩) ও মো. নয়ন (৩০)। এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। হাটহাজারী থানার ওসি দুই মাদক কারবারি আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা রেকর্ড করে মঙ্গলবার (আজ) কোর্ট হাজতে পাঠানো হবে।