হাটহাজারীতে গৃহবধূর আত্মহত্যা

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ৯ এপ্রিল, ২০২২ at ৭:৫৮ পূর্বাহ্ণ

হাটহাজারীতে আয়শা আকতার (২০) নামে এক গৃহবধূ সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার দুপুরে ফরহাদাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নুর মোহাম্মদ রফিকের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আয়শা স্থানীয় মাহফুজুল ইসলামের স্ত্রী। নিহত আয়শা আক্তারের আহমেদ রেজা নামে ১০ মাসের শিশু সন্তান রয়েছে।
৯ নং ওয়ার্ডের ইউপি মেম্বার নাছির উদ্দিন আত্মহত্যার ঘটনা নিশ্চিত করে বলেন, আয়শা আক্তার বছরখানেক ধরে অসুস্থ। সে মানসিক ভারসাম্যহীন ছিল বলে তিনি জানান। পুলিশ উপ-পরিদর্শক রফিক বলেন, সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

পূর্ববর্তী নিবন্ধগাওহার সিরাজ জামিলের জাতীয় রফতানি ট্রফি গ্রহণ
পরবর্তী নিবন্ধঅদিতি সঙ্গীত নিকেতন পেল স্কেল চেঞ্জ হারমোনিয়াম