হাটহাজারী রেঞ্জের অধীন এলাকা হতে অবৈধভাবে পাচারের সময় একটি পিকআপ ভর্তি ১শ’ ঘনফুট চিরাইকৃত কাঠ জব্দ করেছে স্থানীয় বন বিভাগ যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা।
আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে রেঞ্জের আওতাধীন চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক এলাকা থেকে সহঃ বন সংরক্ষক মোস্তফা আল হোসাইনের নেতৃত্বে রেঞ্জ কর্মকর্তা ফজলে কাদের চৌধুরীর সহযোগিতার এ অভিযান পরিচালনা করে এসব কাঠ জব্দ করা হয়।
এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা ফজলে কাদের চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী রেঞ্জের অধীনে চট্টগ্রাম-খাগড়াছড়ির মহাসড়ক থেকে পিকআপ ভর্তি ১শ’ ঘনফুট চিরাইকৃত গামারি কাঠ আটক করা হয় যার আনুমানিক মূ্ল্য ১ লক্ষ টাকা।
আটককৃত কাঠ নাজিরহাট রেঞ্জ ডিপোতে বুঝিয়ে দেওয়া হয়। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
এই অভিযানে শোভনছড়ি বিট অফিসার খন্দকার মনিরুল ইসলাম, অফিস সহঃ আশু দাশ, এফজি হাসমত আলী, এফজি আমির হোসেন সহযোগিতা করেন।