হাটহাজারীতে এক রাতেই মারা গেল চার গরু

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ এপ্রিল, ২০২২ at ১১:০২ পূর্বাহ্ণ

হাটহাজারীর ফতেপুর বাদামতল এলাকার মেহের আলি চৌধুরী বাড়িতে গত রবিবার রাতে একসাথে চারটি গরুর মৃত্যু হয়েছে। গরুর মালিক স্বামী পরিত্যক্ত ইয়াছমিন আক্তার (৪৫)।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাবিল ফারাবি বলেন, একসাথে চারটি গরু মারা যাওয়া খুবই মর্মান্তিক। কেন মারা গেল তা উদঘাটনে কাজ চলছে। উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম ঘটনা শুনে বলেন, যত ধরনের সহযোগিতা করা যায় তা করার চেষ্টা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধঈদে আত্মীয়র কাছে গয়না রেখে যাওয়ার ডিএমপির পরামর্শ
পরবর্তী নিবন্ধ৩৯নং ওয়ার্ড বিএনপির ফরম পূরণ ও সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন