হাটহাজারীর ফতেপুর বাদামতল এলাকার মেহের আলি চৌধুরী বাড়িতে গত রবিবার রাতে একসাথে চারটি গরুর মৃত্যু হয়েছে। গরুর মালিক স্বামী পরিত্যক্ত ইয়াছমিন আক্তার (৪৫)।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাবিল ফারাবি বলেন, একসাথে চারটি গরু মারা যাওয়া খুবই মর্মান্তিক। কেন মারা গেল তা উদঘাটনে কাজ চলছে। উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম ঘটনা শুনে বলেন, যত ধরনের সহযোগিতা করা যায় তা করার চেষ্টা করা হবে।












