হাটহাজারীতে ৩১০ পিস ইয়াবাহসহ একাধিক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন হাটহাজারী দক্ষিণ পাহাড়তলী ১ নং ওয়ার্ডের মো. আবুল কাসেমের ছেলে মো. নাজিম (৩৯) ও মৃত নুরুল হকের ছেলে মো. রিজুয়ান (৩৮)। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাটহাজারী থানাধীন ফতেয়াবাদ চৌধুরী পাড়ার করম আলী মুন্সীর বসতবাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। এ সময় একাধিক মাদক মামলার আসামি নাজিমকে ১৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া পৃথক অভিযানে সোলেমান কোম্পানির বসতবাড়ি থেকে মো. রিজুয়ানকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হাটহাজারী সার্কেলের উপ-পরিদর্শক শফিয়ার রহমান বলেন, ইয়াবাসহ গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।