পাহাড়ি পরিবেশে তুঁত চাষ সহজ, মূলধনও কম লাগে

চাষ পদ্ধতি বিষয়ে সেমিনারে বক্তারা

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ জুন, ২০২১ at ১১:৫৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট রাজশাহীর উদ্যোগে বারেগপ্রই কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল তুঁত জাত ও তুঁত চাষ পদ্ধতি প্রয়োগের মাধ্যমে পাহাড়ি পরিবেশে রেশম সেক্টরের উন্নয়ন সম্ভাবনা শীর্ষক দিনব্যাপী সেমিনার গতকাল বুধবার কাপ্তাই উপজেলায় অবস্থিত আঞ্চলিক রেশম গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা আঞ্চলিক রেশম গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা মো. আব্দুল আলিম। প্রধান অতিথি ছিলেন বিএসডিবি রাজশাহীর পরিচালক এ কে এম আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক, উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা মো. আফতাব উদ্দীন। বক্তব্য রাখেন কাউখালী উপজেলার তুঁতচাষি ফরিদা বেগম। প্রধান অতিথি বলেন, পাহাড়ি পরিবেশে তুঁত চাষ অত্যন্ত সহজ ও সফল। তুঁত চাষের জন্য খুব বেশি মূলধনের প্রয়োজন হয় না। কোনো অভিজ্ঞতাও প্রয়োজন নেই। যেকোনো বয়সের লোক যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে তুঁত চাষ করতে পারেন। মূল্যবান রেশম কাপড় তৈরির জন্য প্রধান উপকরণ হলো তুঁত চাষ। তুঁত থেকে যে সুতা হয় তা দিয়েই তৈরি হয় উন্নতমানের রেশম কাপড়। চাষিরা নিজ আঙিনায়, বাড়ির আশেপাশে, পাহাড়ের ধারে, খেতের আইলে অল্প পরিমাণ জমিতে তুঁত চাষ করতে পারেন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ইয়াবাসহ দুই আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসিপিডিএলের আরেকটি নতুন প্রকল্পের চুক্তি স্বাক্ষর