হাটহাজারীতে ইয়াবাসহ মো. পারভেজ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মদুনাঘাট পুলিশ ফাঁড়ি। গতকাল শুক্রবার শিকারপুর ইউনিয়নের কুয়াইশ ভরাপুকুর পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত আব্দুল হামিদের পুত্র। মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাব্বারুল ইসলাম বলেন, ৯১ পিস ইয়াবাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। এ ব্যাপারে হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করে আটককৃতকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।