হাটহাজারীতে আহলে সুন্নাতের স্মারক আলোচনা সভা

| রবিবার , ২৪ এপ্রিল, ২০২২ at ১০:১৮ পূর্বাহ্ণ

আহলে সুন্নাত ওয়াল জমাআত’র উদ্যোগে হাটহাজারীতে ইসলামের চতুর্থ খলিফা শেরে খোদা হযরত আলীর (রা.) শাহাদাত বার্ষিকী উপলক্ষে মওলা আলী স্মারক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার হাটহাজারী পৌরসভাস্থ বাসস্টেশনের একটি হোটেলে সংগঠনটির হাটহাজারী উপজেলা শাখা উক্ত আলোচনা সভার আয়োজন করে।

সংগঠনের সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাকুর মিয়ার সঞ্চালনায় স্মারক আলোচনায় প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য উপাধ্যক্ষ আল্লামা সৈয়দ নুরুল আমিন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ হারুন, অধ্যাপক সৈয়দ গিয়াস উদ্দীন, মোহাম্মদ সেকান্দর হোসেন মিয়া, মাওলানা সৈয়দ মুনিরুর রহমান, মাওলানা সৈয়দ আবু তালেব, মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক, মোহাম্মদ নুরুল ইসলাম, মাওলানা কাজী আবু সাঈদ, মোহাম্মদ অছি উদ্দীন, মোহাম্মদ নেজাম উদ্দীন ও মোহাম্মদ নাসির উদ্দীন রুবেল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, হযরত মওলা আলী ছিলেন মহানবী হযরত মুহাম্মদ (দ.)’র নিজ হাতে গড়ে তোলা ইসলামের শ্রেষ্ঠ সেনাপতি ও সবচেয়ে আপোষহীন নেতা। হযরত আলীর (রা.) শক্তিশালী ব্যক্তিত্বের স্বর্গীয় আলোকোজ্জ্বল প্রভা যুগ যুগ ধরে ইতিহাসের পরতে পরতে আদর্শ মুমিনের কর্মতৎপরতার গভীরে অতুলনীয় ও ক্রমবর্ধমান প্রভাব সৃষ্টি করে চলেছে।

পূর্ববর্তী নিবন্ধবদর দিবস স্মরণে বোয়ালখালীতে মিলাদ মাহফিল
পরবর্তী নিবন্ধসামর্থ্যবানদের উচিত দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো