হাটহাজারীতে আগুনে নিঃস্ব আট পরিবার

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ২৯ এপ্রিল, ২০২৪ at ৮:৫৬ পূর্বাহ্ণ

হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ৮ পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। গত শনিবার দিবাগত রাতে ১৫ নং বুড়িশ্চর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রাজার বাজার এলাকার মোহাম্মদ শাহ তালুকদার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রাথমিক ভাবে ২০ লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাপ্ত সংবাদে প্রকাশ। প্রত্যক্ষদর্শী, ইউনিয়ন পরিষদ, ফায়ার সার্ভিস ও অগ্নিদুর্গতদের পারিবারিক সূত্রে জানা, গত শনিবার দিবাগত রাতে উপজেলার ১৫ নং বুড়িশ্চর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রাজার বাজার এলাকার মোহাম্মদ শাহ তালুকদার বাড়িতে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে এই বাড়ির রোসা আকতার, মো. কামাল উদ্দীন, মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ আলম, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ রাশেদুল আলম ও মোহাম্মদ মহিম উদ্দিন প্রভৃতি ৮ পরিবারের বসত ঘরসহ ঘরে রক্ষিত যাবতীয় মালামাল আগুনে পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালুরঘাট থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনে।

যথাসময়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে কাজ না করলে ক্ষয়ক্ষতির পরিমান আরো বেশি হত। ১৫ নং বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহেদ হোসাইন অগ্নিকান্ডের ঘটনা নিশ্চিত করেছেন। এ বিষয়ে তিনি রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাৎক্ষণিক ভাবে দুর্গত পরিবারের মধ্যে প্রাথমিক ভাবে কিছু সহযোগিতা করা হয়েছে বলে উল্লেখ করেন। কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র মোহাম্মদ বাহার উদ্দিন অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রাথামিক ভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ও উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধশশু শিক্ষার্থী ও শ্রমিকদের শরবত খাওয়ালেন মনজুর আলম
পরবর্তী নিবন্ধ‘সরকার কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে’