‘সরকার কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে’

কাপ্তাই সুইডেন পলিটেকনিকে কারিগরি শিক্ষা সপ্তাহ উদ্বোধন

কাপ্তাই প্রতিনিধি | সোমবার , ২৯ এপ্রিল, ২০২৪ at ৮:৫৭ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে গতকাল (২৮ এপ্রিল) উৎসব ও আনন্দ মুখর পরিবেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ছাত্র সমাবেশ, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে বেলুন উত্তোলন করে কারিগরি শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার। উদ্বোধনের পর ইনস্টিটিউটের শিক্ষকমণ্ডলী এবং ছাত্রছাত্রীর অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি কাপ্তাই নতুন বাজার এলাকা প্রদক্ষিণ করে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, সরকার কারিগরি শিক্ষার উপর যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। যেসকল শিক্ষার্থী কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করছেন তারা সবাই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে চাকরি করছেন। তিনি বলেন তিন পার্বত্য জেলায় একমাত্র কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হলো বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট। এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম দেশব্যাপী ছড়িয়ে আছে। জীবনে ফলতা পেতে কারিগরি শিক্ষাকে গুরুত্বের সাথে গ্রহণ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে আগুনে নিঃস্ব আট পরিবার
পরবর্তী নিবন্ধগরম উপেক্ষা করে অ্যাডমিশন ফেস্টিভ্যালে ভর্তিচ্ছুদের ভিড়