হাটহাজারীতে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হলো জোড় ইজতেমা

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ নভেম্বর, ২০২২ at ৯:১৭ পূর্বাহ্ণ

 

 

হাটহাজারীতে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে চট্টগ্রাম বিভাগীয় তাবলীগ জামাতের পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। গতকাল সোমবার সকাল সাড়ে আটটায় হাটহাজারীখাগড়াছড়ি আঞ্চলিক সড়ক সংলগ্ন উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের চারিয়া ইজতেমার মাঠে এ মোনাজাত অনুষ্ঠিত হয়। বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা রবিউল হক। গত বৃহস্পতিবার ইজতেমা শুরু হলেও গত শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে তাবলীগ জামাতের ওই পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছিল। সোমবার সকালে আখেরী মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হয়েছে। ইজতেমায় চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা চাঁদপুর, লক্ষীপুর, নোয়াখালী, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও কঙবাজারসহ হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান উপজেলার থেকে মুসল্লিরা ইজতেমার ময়দানে সমবেত হয়। এছাড়া ভারত পাকিস্তান থেকেও বিদেশী মেহমানরা এসেছিল জোড় ইজতেমায়।

পূর্ববর্তী নিবন্ধফিরিঙ্গী বাজার ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা
পরবর্তী নিবন্ধআমরা নেইমারকে মিস করেছি: তিতে