হাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, দুই ফার্মেসিকে জরিমানা

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ জুন, ২০২২ at ৭:৫২ পূর্বাহ্ণ

 

 

হাটহাজারীতে সড়ক ও জনপদ বিভাগের প্রায় ৩৬ শতক জায়গা উদ্ধার করেছে প্রশাসন। গতকাল সোমবার হাটহাজারী ধলই ইউনিয়নের এনায়েতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম।

তিনি বলেন, উপজেলার এনায়েতপুর এলাকায় এক ব্যক্তি সওজের জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করেন। এই সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে। এদিকে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে সরকারহাট বাজারে রহমান ফার্মেসিকে (১৫ হাজার), বার আউলিয়া ফার্মেসিকে (৫ হাজার) টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধজিয়াউর রহমানের অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর ১০ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা