হাটহাজারীতে অপহৃত এক কিশোরীকে নগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় অপহরণকারী সবুজ আচার্যকেও (২৬) গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার রাতে নগরীর বারিক বিল্ডিং এলাকা থেকে সবুজকে গ্রেপ্তার করা হয়। তিনি রাউজানের নতুনহাট দীঘিরপাড়ার ভোলা ডাক্তারের বাড়ির শীতল আচার্যের ছেলে। বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গত ১ ফেব্রুয়ারি এক কিশোরীর পিতা তার মেয়েকে অপহরণের অভিযোগে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেন। পরে র্যাব আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে ডবলমুরিং থানার বারিক বিল্ডিং এলাকা থেকে অপহৃত কিশোরীকে নিরাপদে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তার করে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।