হাটহাজারীর দক্ষিণ মাদার্শার মদুনাঘাট এলাকা থেকে আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মদুনাঘাট পুলিশ ফাঁড়ি। গতকাল সোমবার স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে মদুনাঘাট পুলিশ ফাঁড়িকে অবহিত করে। পুলিশ গিয়ে লাশটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সরোয়ার্দ্দী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সোমবার সন্ধ্যায় ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মুছার উপস্থিতিতে এবং দক্ষিণ মাদার্শা ইউপি চেয়ারম্যানের পরামর্শে গাউসিয়া কমিটি বাংলাদেশ বুড়িশ্চর ইউনিয়নের দাফন-কাফন মানবিক টিম লাশটির গোসল, কাফন ও দাফন কাজ সম্পন্ন করে।
মানবিক টিমের প্রধান মোহাম্মদ মোজাম্মেলের নেতৃত্বে উপস্থিত ছিলেন খোরশেদ, আশরাফ, জুপুর আসিফ, আলী, এসকান্দর, আজাদ, সাজ্জাদ, সাঈম, আমির, বেলায়ত, হাসান, রিয়াদ সোয়াইফ রানা ও মনছুর প্রমুখ। দাফন-কাফন টিমের সহকারী মোহাম্মদ আসিফ হোসাইন জানাযার ইমামতি করেন।