উপরে উঠছি চলন্ত পথ ফুরিয়ে
বিদগ্ধ ডানায় চেপে নিশানার টানে
পত পত শব্দের জৌলুসে ছুটে যাচ্ছি
আমার অটল হাওয়ার সাথে
হাওয়ার কিন্তু সং নেই
হাওয়ার কিন্তু ঢং নেই
হাওয়ার কিন্তু জং নেই
হাওয়ার কিন্তু পং নেই
হাওয়ার কিন্তু বদ নেই
হাওয়ার কিন্তু ফাঁদ নেই
হাওয়ার আছে উদার জমিন
হাওয়ার আছে আলোর নজর
হাওয়ার আছে সৃজনী রং
হাওয়ার আছে টলটলে মন
এমন হাওয়ার জন্যে আমি
হাজার বছর পথ মেপেছি।