হাইদগাঁও স্মার্ট ভিলেজে তিনশজন পাচ্ছেন উন্নত প্রশিক্ষণ

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৮ আগস্ট, ২০২৩ at ৯:৪৫ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী কার্যালয়ের সহযোগিতায় ‘হাইদগাঁও আশ্রয়ণ : শেখ হাসিনা স্মার্ট ভিলেজ’ উদ্ভাবনী উদ্যোগের স্মার্ট ওয়ার্কফোর্স ডেটাবেজ ম্যানেজমেন্ট তৈরি করে আশ্রয়ণ এলাকায় দশটি ট্রেডে উন্নত প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রতি ট্রেডে ৩০ জন করে মোট ৩০০ জন উপকারভোগীর এ প্রশিক্ষণ চলমান রয়েছে। উপজেলা সমবায় অফিসের সহযোগিতায় সেলাই প্রশিক্ষণ ও ড্রাইভিং প্রশিক্ষণ, উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় কার্প মিশ্র চাষ ব্যবস্থাপনা ও দেশীয় প্রজাতির মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ, উপজেলা যুব উন্নয়ন অফিসের সহযোগিতায় হাঁস মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ, উপজেলা মহিলা বিষয়ক অফিসের সহযোগিতায় ব্লক ও বাটিক বিষয়ক প্রশিক্ষণ, উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় পারিবারিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সহযোগিতায় গর্ভবতী পরিচর্যা, প্রসব সেবা ও প্রসব পরবর্তী পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ এবং উপজেলা সমাজসেবা অফিসের সহযোগিতায় রাজমিস্ত্রি কাজের প্রশিক্ষণ ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় গবাদি পশু পালন বিষয়ক প্রশিক্ষণ এবং উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিস ও উপজেলা ইউআইটিআরসিই, ব্যানবেইস’র সহযোগিতায় বেসিক কম্পিউটার প্রশিক্ষণ চলমান রয়েছে। প্রতিটি প্রশিক্ষণের মেয়াদকাল ১০ দিন।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের পোস্টার প্রদর্শনী
পরবর্তী নিবন্ধসাউদার্ন ভার্সিটিতে আইনি যুক্তি নিয়ে প্রতিযোগিতা