পোর্ট সিটি ভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের পোস্টার প্রদর্শনী

| শুক্রবার , ১৮ আগস্ট, ২০২৩ at ৯:৪১ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইউনিভার্সিটির কম্পিউটার ক্লাবের সহযোগিতায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ‘পোস্টার প্রেসেন্টেশন ও ক্রিয়েটিভ আইডিয়াস’ শিরোনামে গত ১৩ আগস্ট পোস্টার প্রদর্শনী প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত পোস্টার প্রদর্শনী প্রতিযোগিতায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শতাধিক শিক্ষার্থী তাদের উদ্ভাবনী ধারণা এবং সাম্প্রতিক প্রযুক্তি গবেষণার গুরত্ব বিষয়ক পোস্টার প্রদর্শন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. নূরল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ,অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী। বিভাগীয় সভাপতি তৌফিকা আমরীন প্রদর্শনীর উদ্বোধন করেন। শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধহাইদগাঁও স্মার্ট ভিলেজে তিনশজন পাচ্ছেন উন্নত প্রশিক্ষণ