হাইকোর্টের রায় আজ

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা

আজাদী ডেস্ক | বুধবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:০০ পূর্বাহ্ণ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে রেখে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় (৭৬ কেজি ওজনের বোমা মামলা হিসেবে পরিচিত) ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায় ঘোষণা করা হবে আজ বুধবার।
এর আগে গত ১ ফেব্রুয়ারি এই আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। পরে এ বিষয়ে রায় ঘোষণার জন্য বুধবার (১৭ ফেব্রুয়ারি) দিন ধার্য করেন উচ্চ আদালত। সে অনুযায়ী হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ বিষয়ে রায় ঘোষণা করবেন। রায় ঘোষণা করার বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। এর আগে গত ১ ফেব্রুয়ারি এ মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়। মামলায় ফাঁসির রায় অনুমোদনের জন্য নিম্ন আদালত থেকে পাঠানো ডেথ রেফারেন্স ও আসামিপক্ষের করা আপিল আবেদনের ওপর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ বিষয়ে গত ১ ফেব্রুয়ারি হাইকোটের্র সংশ্লিষ্ট বেঞ্চ রায়ের দিন ঠিক করে এ আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধচসিকের ষষ্ঠ নির্বাচিত পরিষদের প্রথম সভা ২৩ ফেব্রুয়ারি
পরবর্তী নিবন্ধমত প্রকাশের জন্য অভিজিতকে জীবন দিতে হয়েছে