র্যানকন এফসি প্রপার্টিজ তাদের পরিবেশ বান্ধব প্রকল্প ‘পার্ক উইন্ডসর’ হস্তান্তর করেছে। সমপ্রতি এ উপলক্ষে নগরীর পাঁচলাইশস্থ প্রকল্প প্রাঙ্গণে ওয়েলকাম মিট অনুষ্ঠানের আয়োজন করে আবাসন খাতের এ প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের সিইও তানভীর শাহরিয়ার রিমন, ভূমি মালিকগণ এবং অন্যান্য অ্যাপার্টমেন্ট মালিকদের সঙ্গে নিয়ে কেক কেটে প্রকল্পের হস্তান্তর প্রক্রিয়া উদযাপন করেন।
অনুষ্ঠানে প্রকল্পের অন্যতম ভূমি মালিক এস এম ফয়েজ উল্লাহ তার বক্তব্যে র্যানকন এফসি কে সঠিক সময়ে প্রকল্প হস্তান্তর ও এমন একটি সুন্দর পরিবেশ উপহার দেবার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। পার্কউইন্ডসর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিক চৌধুরী বলেন, র্যানকন এফসি চট্টগ্রামের আবাসনখাতে সবুজায়নের ভাবনা নিয়ে ভিন্নমাত্রার যে সংযোজন এনেছে তা নিঃসন্দেহে প্রশংসিত। তিনি র্যানকন এফসির ভবিষ্যতে আরো ভালো করবে এই প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন পাঁচলাইশ আবাসিক এলাকার সাধারণ সম্পাদক সাঈদ সেলিম। প্রতিষ্ঠানটির সিইও তানভীর শাহরিয়ার রিমন তাঁর বক্তব্যে বলেন, চ্যালেঞ্জিং এক সময় পার করছে আবাসন খাত। তিনি বলেন, নির্মাণ সামগ্রির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি সহ নানান প্রতিকূলতা অতিক্রম করে একটি সফল প্রকল্প হস্তান্তর করতে পেরে আমরা গর্বিত। তিনি আরো বলেন র্যানকন এফসি যে এলাকায় প্রকল্প হস্তান্তর করে সে এলাকার চেহারা পাল্টে দেয়, পার্ক উইন্ডসর ও এর ব্যাতিক্রম নয়।
এ সময়ে জিএম ফিন্যান্স হানিফ বিল্লাহ, জিএম অপারেশন(কাস্টমার সার্ভিস ও বিজনেস ডেভলেপমেন্ট) নুরুল হুদা, হেড অব সেলস রায়হান ইসলামসহ প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।