হলের কক্ষ দখল নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপে মারামারি, ভাঙচুর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি প্রতিনিধি | শনিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২২ at ৩:৩৯ পূর্বাহ্ণ

আবাসিক হলের একটি কক্ষ দখলকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়। ভাঙচুর করা হয় হলের বেশ কয়েকটি কক্ষ। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ে শহীদ আবদুর রব হলে এ ঘটনা ঘটে। বিবাদে জড়ানো দুই পক্ষ শাখা ছাত্রলীগের বগি ভিত্তিক উপগ্রুপ বাংলার মুখ ও একাকার নামে পরিচিত ক্যাম্পাসে। মূলত শহীদ আবদুর রব হলের ১১৯ নম্বর কক্ষ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। এ নিয়ে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও একাকার গ্রুপের নেতা মইনুল ইসলাম রাসেল বলেন, ১১৯ নম্বর কক্ষ আমাদের। কিন্তু তারা কক্ষটি নিজেদের দাবি করায় এ নিয়ে আগে থেকে ঝামেলা চলছিল। গতকাল আমাদের মিটিং ছিল। মিটিং শেষে আমরা চলে আসি। কিন্তু বাংলার মুখের অনুসারীরা আমাদের কর্মীদের উসকানিমূলক কথা বলে। সেখান থেকেই কথা কাটাকাটি এবং মারামারির সূত্রপাত হয়। এ সময় তারা বহিরাগতদের এনে কক্ষ ভাঙচুর করে। আমাদের একজন আহত হয়েছে।
শাখা ছাত্রলীগের আরেক সহ-সভাপতি ও বাংলার মুখ গ্রুপের নেতা আবু বকর তোহা বলেন, একাকার গ্রুপ বহিরাগত ছেলেদের এনে হলের গেস্টরুমে মিটিং করছিল। আমাদের জুনিয়ররা তাদের ব্যাগে ইট পাটকেল আছে বলে সন্দেহ করে। আমাকে বিষয়টি জানানোর পর একাকার গ্রুপের নেতা মইনুল ইসলাম রাসেলকে মিটিং শেষে আমার সঙ্গে দেখা করতে বলি। কিন্তু সে দেখা না করে চলে যায়। মিটিং শেষে একাকারের অনুসারীরা এবং বহিরাগতরা ১১৯ নম্বর কক্ষ ভাঙচুর করে। এ ছাড়া আশপাশের আরও ৪-৫টি কক্ষ ভাঙচুর করে তারা। হলের প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, মারামারির খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে গিয়েছিল। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে। এর মধ্যে ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হয়। আমরা বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধকালুরঘাটে আবার চালু হচ্ছে ফেরি, উদ্বোধন নভেম্বরে