হলিউডের ছবিতে জ্যাকির কম কাজ করার কারণ

| শনিবার , ২৪ অক্টোবর, ২০২০ at ৮:৫৮ পূর্বাহ্ণ

মার্শাল আর্টের সঙ্গে হাস্যরসাত্মক কাণ্ডের যে মিশ্রণ শুরু হয়েছিল সিনেমা জগতে তা জ্যাকি চ্যানের হাত ধরেই। চীনা ছবিতে নিজের যোগ্যতার ছাপ রাখার পর তার অভিনয় দক্ষতা হলিউডেও ছড়িয়ে পড়ে। ৯০’ থেকে ২০০০ সাল পর্যন্ত ‘রাশ আওয়ার’ থেকে ‘শাংহাই নুন’ দর্শক জনপ্রিয়তা যেমন পেয়েছে তেমনি ছিল ব্যবসা সফল। তারপরেই কেন জানি গুটিয়ে গেলেন এই অভিনেতা। না গুটিয়ে নেননি, বরং ‘ফিল্মিলায়ার ডটকম’কে দেওয়া সামপ্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আসলে আমি আমেরিকা ছাড়িনি। ভালো চিত্রনাট্য পেলে অবশ্যই আমি কাজ করবো।’ সত্যি বলতে বহু কাজের প্রস্তাব আসে, তবে বেশিরভাগই ওই এক চরিত্র ‘হংকং থেকে আগত পুলিশ’…’। খবর বিডিনিউজের।
‘পুলিশ’য়ের চরিত্রে অভিনয় করা জ্যাকি চ্যানের জন্য নতুন কোনো কিছু নয়। সেটা নিজ দেশের হোক কিংবা হলিউডের। তাই তো এই ৬৬ বছরের অভিনেতা নিজের বয়সের সঙ্গে মানানসই চিত্রনাট্য পেলে কাজ করেন। যেমন তাকে দেখা গিয়েছিল ২০১০ সালে, নতুন করে নির্মিত ‘কারাটে কিড’ ছবিতে। যেখানে তিনি কারাটে প্রশিক্ষকের চরিত্রে অভিনয় করেন। এরপর তিনি চীনে ফিরে নিজের প্রযোজিত ছবির কাজ নিয়ে ব্যস্ত হয়ে যান। মারামারির চাইতে জ্যাকি এখন বেশি পরিমাণে অভিনয় নিভর্র চরিত্রেই কাজ করতে আগ্রহী। তাই বলে যে সেখানে ‘অ্যাকশন’ থাকবে না তা নয়। এরকম চরিত্রেই তাকে দেখা গেল ২০১৭ সালে পিয়ার্স ব্রসনানের সঙ্গে ‘দি ফরেইনার’ ছবিতে। তাই তিনি বলেন, দর্শকদের আমি জ্যাকি চ্যানের বিভিন্ন রূপ দেখাতে চাই।

পূর্ববর্তী নিবন্ধসুস্মিতা সাহার পূজার গান ‘মা আইলো রে’
পরবর্তী নিবন্ধপ্রশংসিত হচ্ছে রুবায়েত জাহানের ‘এসেছে দুর্গা মা’